spot_img
Tuesday, October 21, 2025
Homeজাতীয়রাজনীতিআওয়ামী লীগের ভার্সন তৈরির চেষ্টা প্রতিহত করা হবে : সারজিস

আওয়ামী লীগের ভার্সন তৈরির চেষ্টা প্রতিহত করা হবে : সারজিস

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে গঠনের অপচেষ্টা মেনে নেওয়া হবে না।ভার্সন কাদের নিয়ে তৈরি করবেন? মন্ত্রী, এমপি, জেলা ও উপজেলা পর্যায়ের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা বড় বড় চেয়ারম্যানদের নিয়ে? ইউনিয়ন পরিষদের কোনো সদস্যকে আওয়ামী লীগের সভাপতি বানাবেন না।

মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, কোথায় ‘সেফ এক্সিট’? সেফ এক্সিট তো একমাত্র মৃত্যু—মৃত্যু ছাড়া তো মানুষের কোনো সেফ এক্সিট নেই। দেশ থেকে পালিয়ে গেলেও ওখানেও আপনাকে মানুষ আটকাবে।
এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে যুক্ত। আপনারা জানেন, তারা কী করেছেন। তাই এদের মধ্যে মন্দের ভালো খোঁজার সুযোগ দেওয়া যাবে না। এরা একেকজন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনাতে পরিণত করেছে। সুতরাং, তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments