spot_img
Wednesday, January 28, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে এ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বুধবার (১৪ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলমান সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে তেহরান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। দুই দেশের মধ্যকার এমন উত্তেজনার মধ্যে এমন তথ্য সামনে এসেছে। ট্রাম্পের হুমকির জবাবে ইরান সতর্ক করে বলেছে, দেশটির ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্কসহ অঞ্চলের যুক্তরাষ্ট্র-মিত্র দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে, তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা হবে—এই বার্তা আমরা পরিষ্কারভাবে দিয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments