আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখলে অনড় ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে কঠোর অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এ বিষয়ে ‘আর পিছু হটার সুযোগ নেই’ এবং গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য ‘অপরিহার্য’। খবর : বিবিসি।
ন্যাটো নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প বলেন, ‘ন্যাটোর জন্য আমার চেয়ে বেশি কেউ করেনি।’ তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, প্রয়োজনে ন্যাটো যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। বর্তমানে ন্যাটোর সদস্য দেশ ৩২টি। জোটটির মূল নীতি অনুযায়ী, কোনো সদস্যের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হয়।
হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণে প্রশ্নে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ‘সবকিছু ভালোভাবেই হচ্ছে।’
এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সতর্ক করে বলেন, বিশ্ব এখন ‘নিয়মহীন ব্যবস্থার দিকে’ এগোচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘পুরোনো বিশ্বব্যবস্থা আর ফিরে আসছে না’। ট্রা
ন্যাটো নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প বলেন, ‘ন্যাটোর জন্য আমার চেয়ে বেশি কেউ করেনি।’ তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, প্রয়োজনে ন্যাটো যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। বর্তমানে ন্যাটোর সদস্য দেশ ৩২টি। জোটটির মূল নীতি অনুযায়ী, কোনো সদস্যের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হয়।



