spot_img
Saturday, January 24, 2026
Homeজাতীয়সারাদেশপরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন

পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোনো দল যদি না ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানী করছে।

বুধবার পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময়সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেন না।

সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না।’
এসময় অতিরিক্ত জেলা নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালী যুগের নায়ক ইলিয়াস জাভেদ খানের ইন্তেকাল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments